বাংলাদেশ প্রতিবেদক: তিতাস-বিধৌত উর্বর পলিমাটির সন্তান আমাদের প্রিয়জন সঙ্গীতব্যক্তিত্ব করিম হাসান খানের জন্মদিন আজ। শিল্পী ও মানুষ হিসেবে তিনি অনুপম। তাঁর পিতা প্রখ্যাত সঙ্গীতজন হাসান আলী খান এদেশের এক রত্ন হিসেবে সুপরিচিত।
করিম হাসান শিক্ষক হিসেবে নিজের সুবিখ্যাত পিতা ছাড়াও পেয়েছেন পণ্ডিত সুকুমার মিত্র এবং পণ্ডিত এটি কাননকে। একজন শিল্পীর জন্যে এ এক পরম সৌভাগ্য। তাঁর একাধিক এলবাম ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত হয়েছে।
জন্মদিনে অশেষ শুভকামনা।