বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeবিনোদনরাতে মামলা নেয়নি পুলিশ, দুপুরে শাকিব গেলেন ডিবি কার্যালয়ে

রাতে মামলা নেয়নি পুলিশ, দুপুরে শাকিব গেলেন ডিবি কার্যালয়ে

বাংলাদেশ প্রতিবেদক: শনিবার রাতে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। কিন্তু আবেদন ত্রুটিপূর্ণ থাকায় মামলা নেননি পুলিশ। পরের দিন ওই প্রযোজকের নামে অভিযোগ নিয়ে এবার মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান শাকিব।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান ঢাকাই ছবির এই নায়ক। জানা গেছে সেখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি।

শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক। এই প্রযোজকের নামে মানহানির মামলা করতে গতকাল রাতে গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। শাকিবকে মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ।

গতকাল এ বিষয়ে শাকিব খান বলেন, আমাদের সঙ্গে কোনো ক্রাইম হলে আমরা প্রথমে থানায় যাই। তাই এখানে আসছি। আমি পরামর্শ নিয়েছি। ওনারা কোর্টে মামলা করার পরামর্শ দিয়েছেন। আমি সেটাই করব। লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে আলাপ করে কোর্টে মামলা করব।

শাকিব খান বলেন, ‘রহমত উল্ল্যাহ নামে যিনি অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক দাবি করছেন তিনি আসলে এ ছবির আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে। বানোয়াট মিথ্যাচার করেছেন তিনি। অনেক লোক এতে জড়িত।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments