বাংলাদেশ প্রতিবেদক: গত ২০ অক্টোবর শুক্রবার মহাখালির রাওয়া ক্লাবে প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শিল্পী করিম হাসান খানের সভাপতিত্বে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকে সম্মানিত শিল্পী খায়রুল আনাম শাকিল। আলোচনায় অংশ নেন শিল্পী পারভীন সুলতানা, কবি আমিনুল ইসলাম, কেএমএইচ শহীদুল হক এবং গোলাম ফারুক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রনসের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে প্রনসের নবগঠিত কমিটিকে বরণ করে নেয়া হয়। কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কবি আবদুল হাকিম।
দ্বিতীয় পর্বে শুরু হয় কবি নজরুল বিরচিত সঙ্গীতের আসর। এতে অংশ নেন খায়রুল আনাম শাকিল, মাসুদা নার্গীস আনাম কল্পনা, করিম হাসান খান, পারভীন সুলতানা, শহীদ কবির পলাশ, নাহীদ মোমেন, মাহমুদুল হাসান, নাদিয়া আরেফিন শাওন, গোলজার হোসেন উজ্জ্বল, ফেরদৌসী রহমান চন্দন, রেহানা রহমান, মীনা হুদা প্রমুখ। একক আবৃত্তিতে ছিলেন আল মেরাজ। মাউথ অর্গানে নজরুলের গানের সুর বাজিয়েছেন আবদুর রহমান সেন্টু। সঞ্চালনায় ছিলেন রফিক সুলায়মান।