বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
Homeবিনোদনসংগীত শিল্পী আসিফ আকবর বললেন, আমার ছেলেকেও মেরে ফেলুন

সংগীত শিল্পী আসিফ আকবর বললেন, আমার ছেলেকেও মেরে ফেলুন

বাংলাদেশ প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলনে নির্যাতন, গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের প্রতিবাদের অংশ হিসেবে ধানমন্ডির রবীন্দ্র সরোবর চত্বরে গতকাল বিকেলে জড়ো হন সংগীত শিল্পীরা। স্লোগানে স্লোগানে সংহতি জানালেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে। শনিবার দুপুরের পর থেকে সংগীত শিল্পীদের অনেকে যখন রবীন্দ্র সরোবরে জড়ো হন, তখন সাংস্কৃতিক কর্মীদের কেউ কেউ যোগ দেন কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখানে হাজারো মানুষের জমায়েতে আন্দোলনের সঙ্গে তারা একাত্মতা পোষণ করেন। এদিন বিক্ষোভ-মিছিলের কর্মসূচি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এরমধ্যেই রবীন্দ্র সরোবরে জমায়েত হওয়ার ঘোষণা ছিল শিল্পীদের। এদিন রবীন্দ্র সরোবর মঞ্চে বক্তব্য দেন সংগীতশিল্পী আসিফ আকবর। তার ছেলেকে লোকজনের সামনে ঠেলে দিয়ে তিনি বলেন, আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। তাকেও মেরে ফেলুন। যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, তা মানা যায় না।

আমাদের এখন একটাই দাবি- এই স্বৈরশাসকের পদত্যাগ করতে হবে। এদিকে শিল্পী সুজিত মুস্তাফা বলেন, আমরা খুবই বেদনার্ত। যার সন্তান মারা যায়, তিনি কতটা কষ্ট পান- তা তো বলার মতো ভাষা নেই। কোনোভাবেই আমরা রক্তপাত চাই না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments