রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeবিনোদন'ইনজেকশন দিয়ে মেরে শীতলক্ষ্যায় লাশটা ফেলে দিলো'

‘ইনজেকশন দিয়ে মেরে শীতলক্ষ্যায় লাশটা ফেলে দিলো’

বাংলাদেশ প্রতিবেদক: একবার ভাবেন মাসের পর মাস একটা মানুষকে বন্দী করে রাখা হয়েছে। কেউ জানে না সেটা। একদিন সকালে উঠে দানবদের সর্দারের মনে হইলো, মেজাজটা ভালো না। যাই বন্দীদের মধ্যে একটাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলি। তারপর মেরে শীতলক্ষ্যায় লাশটা ফেলে দিলো। ঘরে ফিরে যে যুবকের সন্তানকে ভাত মেখে খাওয়ানোর কথা, সে হয়ে গেলো মাছেদের খাবার। শীতলক্ষ্যার শান্ত জলে কান পাতলে আজীবন শোনা যাবে সেই হতভাগ্য পিতার কান্না। এটা আমার বাল্যবন্ধু সাজেদুল ইসলাম সুমনের গল্প। এরকম অজস্র সুমনের গল্পই এক। আমরা সবাই ছিলাম একেকজন সুমন।

শেখ হাসিনা, আপনি আপনার হাত থেকে এই নিষ্ঠুরতার দাগ মুছতে পারবেন না।

অমানুষ জিয়াউল, তোমার হাত থেকে এই দাগ মুছবে কিভাবে? এরকম শত শত মানুষের গল্প আছে, একই রকম বেদনার। দিনের পর দিন এই রকম ঠান্ডা মাথায় খুন, অত্যাচার কোনো সুস্থ লোকের পক্ষে সম্ভব না। দিজ আর সাইকোপ্যাথস!
সুতরাং, অনেক কিছুর ভিড়ে আমরা যেনো ভুলে না যাই আলাপের আসল প্রসঙ্গটা! অ্যাটেনশন ঘুরিয়ে দেয়া, যখন যে কনভারসেশন হওয়ার কথা সেটা না হয়ে অন্য কনভারসেশন চালু করে দেয়া- এটা আধুনিক কালে ফ্যাসিস্টদের অনেক টেকনিকের একটা।

আসল প্রসঙ্গটা হলো, একটা গণঅভ্যুত্থান হয়েছে। কেনো হয়েছে? একটা ফ্যাসিস্ট শক্তি ১৫ বছর মানুষ মেরেছে, গুম করেছে, যাকে গুম করেছে তার বাসায় গিয়ে তার মেয়েকে জড়িয়ে মায়াকান্না করেছে, মানুষজনকে উঠতে বসতে তাচ্ছিল্য করেছে, আয়নাঘর বানিয়েছে, কথা বললেই পিটিয়েছে, ভোটের নামে মশকরা করেছে, ব্যাংক লুটপাট করতে দিয়েছে, শেষ ৭ দিনে ৪০০ মানুষ খুন করেছে, আরো খুন করার জন্য সেনা-পুলিশদের চাপ দিয়েছে, শেষে সারা দেশের মানুষের ঘৃণা সাথে নিয়ে দেশ ছেড়ে গেছে। গণহত্যা এবং সকল প্রকার মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য একটা বিশেষ আদালত তৈরি করতে হবে এবং নিশ্চিত করতে হবে এটা যেনো প্রভাবমুক্ত ন্যায় বিচার হয়। তাতে যার যা অপরাধ সে ঐ পরিমাণ সাজা পাবে। আর যে অপরাধী না, সে খালাস পাবে। এর মধ্য দিয়েই বাংলাদেশ পাপমুক্ত হবে। ৭১-য়ের যুদ্ধাপরাধীদের বিচার আমরা করেছি। আর নাকের ডগায় ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের বিচার হবে না? এই বিচার করতে হবে যাতে আর কেউ ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হয়ে ওঠার সাহস না করে, সে যে দলেরই হোক।

রিফর্মের শুরু হবে এখান থেকেই।

ফেসবুক থেকে নেয়া

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments