বাংলাদেশ প্রতিবেদক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১০ জন মারা গেছেন। এছাড়া দেশে নতুন করে আরও ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
আজ বুধবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১২০ জন। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯২ জন। এছাড়াও করোনায় নতুন আরও ১০ জন
বুলেটিনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের ৭ জন পুরুষ, নারী ৩ জন। এদের মধ্যে ৭ জন ঢাকার। আর বাকি তিনজন ময়মনসিংহ, নারায়ণগঞ্জে ও টাঙ্গাইলের।