শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলাবাড়ি ভাড়া মওকুফের সিদ্ধান্ত না আসায় আমরণ অনশন অব্যাহত

বাড়ি ভাড়া মওকুফের সিদ্ধান্ত না আসায় আমরণ অনশন অব্যাহত

বাংলাদেশ প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফের সরকারি সিদ্ধান্ত না আসায় দ্বিতীয় দিনেও অনশন অব্যাহত রেখেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফের দাবিতে সমাজিক দূরত্ব বজায় রেখে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে আমরণ অনশন গতকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিত্বে বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আকতার, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, রাজনীতিক আবুল হোসেন, জাতীয় সাংস্কৃতিক ধারার সহ-সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মো. শরীফ প্রমুখ।

এসময় মোমিন মেহেদী তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্ম বায়ান্নতে রক্ত দিয়েছে, একাত্তরে রক্ত দিয়েছে প্রয়োজনে এখনো রক্ত দিবো কিন্তু জনগণের অধিকার আদায়ে রাজপথ ছাড়বো না। যতক্ষণ না প্রধানমন্ত্রী বাড়ি ভাড়া সমস্যা সমাধানের পদক্ষেপ নেবেন ততক্ষণ অনশন চলবেই।
উল্লেখ্য, এরই মধ্যে টানা ২ দিনের অনশনে অসুস্থ হয়ে পড়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ৩ জন নেতাকর্মী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments