বাংলাদেশ ডেস্ক : বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসে ৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষ মারা গেলেন, আক্রান্ত হয়েছেন ৬১ লাখের বেশি। তবে সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ২৫ লাখের বেশি মানুষ।
শুরু থেকেই করোনা ভাইরাসের তথ্য-উপাত্ত সংরক্ষণ করে আসা যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, রবিবার রাতে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ায় ৩ লাখ ৭০ হাজার ২৪৭ জন।
এদিকে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। এর মধ্যে ৬১ লাখ ৮ হাজার ৫২৫ জন মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ, মারা গেছেন ১ লাখ ৪ হাজারের কাছাকাছি।
মৃতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য, আক্রান্তে চতুর্থ। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৩৮ হাজার ৫৭১ জন।
এরপর বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। দেশটিতে ৩৩ হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।
মৃতের তালিকায় চতুর্থ অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে ২৮ হাজার ৮৩৪ জন মারা গেছেন। আক্রান্তের দিকে দেশটির অবস্থান দ্বিতীয়তে। সেখানে ৪ লাখ ৯৮ হাজার ৪৪০ মানুষ কভিড-১৯ রোগে আক্রান্ত।
এক লাখ ৮৮ হাজার আক্রান্ত নিয়ে মৃতের তালিকায় পঞ্চম অবস্থানে ফ্রান্স। দেশটিতে মারা গেছেন ২৭ হাজার ৭৭৪ জন মানুষ।
ডিসেম্বরের মাঝামাঝি চীনের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি। কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কভিড-১৯। তবে চীনের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। দেশটি ৮৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হন আর মারা যান ৪৬৩৮ জন।