মঙ্গলবার, মে ২১, ২০২৪
Homeস্বাস্থ্য সেবা৪ থেকে ১০ জুন বুস্টার ডোজ সপ্তাহ: স্বাস্থ্য অধিদফতর

৪ থেকে ১০ জুন বুস্টার ডোজ সপ্তাহ: স্বাস্থ্য অধিদফতর

বাংলাদেশ প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৪ থেকে ১০ জুন বুস্টার ডোজ সপ্তাহ উদযাপনের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সময় ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সের সবাই বুস্টার ডোজ নিতে পারবেন।

মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ নেয়া যাবে। এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর বয়সী এবং এর তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। এ সাত দিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে।

এ ছাড়া সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা দেয়া শুরু হবে। টিকা গ্রহণের জন্য টিকা কার্ড অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি করোনা টিকা দেয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

টিকাকেন্দ্রে আসার সময় সবাইকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ প্রতিরোধে টিকা একটি কার্যকর সমাধান। করোনা টিকার সম্পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments