বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হসপিটালে চিকিৎসায় অবহেলার সম্মুখীন হয়ে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. সংযুক্তা সাহার ব্যথামুক্ত নরমাল ডেলিভারির লোভনীয় বিজ্ঞাপন দেখে সেন্ট্রাল হসপিটালে এসে প্রতারণা ও ভুল চিকিৎসার শিকার হয়ে মারা গেছেন মাহবুবা রহমান আঁখি।
সোমবার ঢাকা মেডিকেল কলেজ এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত কমিটি গঠনের কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় সাত সদস্যের টিম গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের খুব দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সেন্ট্রাল হাসপাতালের আইসিইউ চালুর ব্যাপারে জানে না স্বাস্থ্য অধিদপ্তর, যদি তারা চালু করে থাকে তাহলে অন্যায় করেছে।’