বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
Homeতথ্যপ্রযুক্তিবিটিআরসির ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

বিটিআরসির ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

বাংলাদেশ প্রতিবেদক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুই কর্মকর্তাকে রোববার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- প্রশাসন বিভাগের উপপরিচালক ও চেয়ারম্যানের পিএস (একান্ত সচিব) আমজাদ হোসেন নিপু এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স (ইঅ্যান্ডও) বিভাগের উপপরিচালক মাহদী আহমেদ। কমিশনের প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারীর দাবির মুখে এ দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে বিটিআরসির চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তার অপসারণের দাবিতে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা।

বিক্ষোভকারীরা জানান, অভিযুক্ত কর্মকর্তারা দলীয় পরিচয় ব্যবহার করে বিটিআরসিতে দলীয়করণ ও দুর্নীতি করেন। তাই তাদের অপসারণ করতে হবে।

এ সময় বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ অফিসে ‍উপস্থিত ছিলেন না। তার একান্ত সচিব আমজাদও অফিসে আসে নি। তবে উপপরিচালক মাহদীকে তার কক্ষে অবরুদ্ধ রাখেন বিক্ষোভকারীরা। পরে সন্ধ্যায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পৃথক অফিস আদেশ জারি করে কমিশন।

কমিশনের প্রশাসন বিভাগের পরিচালক আফতাব মো. রাশেদুল ওয়াদুদ স্বাক্ষরিত পত্রে বলা হয়, অসাধু সিন্ডিকেটে জড়িত হয়ে দুর্নীতি করেছেন এমন খবর বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিভিন্ন সময় তারা কর্মকর্তা-কর্মচারীদের নিপীড়ন করেছেন। এসব অভিযোগে এই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments