বাংলাদেশ প্রতিবেদক: নিজের কার্টুন আঁকায় কার্টুনিস্ট মেহেদি হকের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কার্টুনিস্ট মেহেদির আঁকা একটি কার্টুন নিজের ভেরিফায়েড পেজে শেয়ার দিয়ে দেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা নিয়ে মন্তব্য করেছেন তিনি।
রোববার তারেক রহমান ওই পোস্টে বলেন, ‘২০০৬ সালের আগে বাংলাদেশী কাটুর্নিস্টরা বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায়ই আমার মা (খালেদা জিয়া) ও আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন। কিন্তু গত ১৫ বছরে আমরা দেখেছি কার্টুন সৃষ্টির দায়ে আহমেদ কবির কিশোরকে গুম করে আটকে রেখে নির্মম নির্যাতন করা হয়েছে। আরো অনেকেই এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন। শিশির ভট্টাচার্য কার্টুন আঁকা বন্ধ করে দিয়েছেন।’
তিনি লেখেন, ‘আমি মেহেদির কার্টুনের ভক্ত। শিশির ভট্টাচার্যের সৃষ্টিশীলতাও আমি উপভোগ করি। আমি আশা করি, উনি অতি দ্রুত আবার রাজনৈতিক কার্টুন তৈরি করা শুরু করবেন।’