শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeআন্তর্জাতিকভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণায় প্রশংসায় ভাসছেন ইমরান খান

ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণায় প্রশংসায় ভাসছেন ইমরান খান

সদরুল আইন: পাকিস্তানে আটক ভারতীয় পাইলট উইং কমাণ্ডার অভি নন্দনকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। আজ সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ কারণে ইমরান খানের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। এমনকি ভারতীয়রাও ইমরানের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।

ইমরান খানের ওই ঘোষণার পর ভারতজুড়ে স্বস্তি নেমে এসেছে। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন।

অমরিন্দর সিং বলেছেন, আমি খুবই খুশি। আমরা দাবি করছি যথাশীঘ্রই তাকে (পাইলট) মুক্তি দেয়া হবে। আমি মনে করি এটি ইমরান খানের একটি ভালো উদ্যোগ।

ইমরান খানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানিরাও।

এক টুইট বার্তায় পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক মাজহার আব্বাস বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের এ সিদ্ধান্ত একটি শুভ বার্তা বয়ে আনবে।

ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এক টুইটবার্তায় ইমরান খানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

এদিকে, বিশ্লেষকরা বলছেন, ঘুড়ির নাটাই রয়েছে পাকিস্তানের হাতেই। তবে বেশ হিসাব-নিকাষ করে এগোচ্ছেন ইমরান খান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments