বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeআন্তর্জাতিক৫০ টন স্বর্ণের বিনিময়ে আইএসকে মুক্তি দিলো যুক্তরাষ্ট্র!

৫০ টন স্বর্ণের বিনিময়ে আইএসকে মুক্তি দিলো যুক্তরাষ্ট্র!

কাগজ ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ৫০ টন সোনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ-পূর্বাঞ্চলের ফোরাত নদী তীরবর্তী সিরীয় প্রদেশ দেইর আজজরের বাগাউজ এলাকায় সম্প্রতি আইএসের কাছ থেকে এসব সোনা উদ্ধার করে মার্কিন ও কুর্দি সেনারা। লুটতরাজ চালিয়ে কয়েক বছর ধরে এসব সোনা জড়ো করেছিল আইএস। উদ্ধারকৃত সোনার অল্প কিছু কুর্দি বাহিনীকে দেয়া হয়েছে।
বাকিটা সামরিক বিমানে করে নিজেদের দেশে পাচার করেছে মার্কিনিরা। কুর্দি বাহিনীর বরাত দিয়ে এ খবর প্রথম প্রকাশ করে কুর্দি গণমাধ্যম বাস নিউজ। নাম প্রকাশ না শর্তে সূত্রটি জানায়, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় মার্কিন সেনাঘাঁটি কোবানি থেকে গত সপ্তাহেই এসব সোনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। কয়েক বছর ধরে সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ওই ঘাঁটিটিই ব্যবহার করে মার্কিন সেনারা। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ খবর জানিয়েছে।

কোণঠাসা হতে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বাগাউজ এলাকায় কয়েক কিলোমিটারের মধ্যে আটকে পড়েছে আইএস যোদ্ধারা। চলতি সপ্তাহে এ এলাকায় ফের অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। আসন্ন পরাজয়ের মুখে থাকা আইএস যোদ্ধাদের একটি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রÑ তোমাদের সব সোনা আমাদের দিয়ে দাও। নতুবা তোমাদের সবাইকে মরতে হবে। জীবন বাঁচাতে এ প্রস্তাবে রাজি হয়ে যায় আইএস। সংবাদ সংস্থা সানা জানিয়েছে, যোদ্ধাদের নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগের বিনিময়ে ওই ৫০ টন স্বর্ণ মার্কিন সেনাদের হাতে তুলে দেয় আইএস।
এর বর্তমান বাজারমূল্য প্রায় ২১৩ কোটি ডলার। দেইর আজজরের স্থানীয় সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, আইএস যোদ্ধাদের সহায়তায় স্বর্ণভর্তি বড় বড় বাক্স কয়েকটি সামরিক হেলিকপ্টারে করে সরিয়ে নেয় মার্কিন সেনারা। বাক্সগুলো দেইর আজজরের আল সাদাদি শহরে দক্ষিণাংশে আইএস ঘাঁটিতে লুকানো ছিল। আইএস নেতারাই মার্কিন সেনাদের সেখানে নিয়ে যায়। ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে প্রধানত ইরাকের মসুল ও সিরিয়ার বিভিন্ন এলাকা থেকে এসব সোনা লুট করে আইএস।

মার্কিন বাহিনী মুক্তিপণ নিয়ে আইএস যোদ্ধা ও গোষ্ঠীটির বহু কমান্ডারকেই নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে বলে দাবি করেছে সংবাদ সংস্থা সানা। একই দাবি করেছে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস (এসওএইচআর)। সংস্থাটি জানিয়েছে, আইএস মূল্যবান সব সম্পদের বিনিময়ে যোদ্ধা ও কমান্ডারদের নিরাপদে সরিয়ে নিচ্ছে মার্কিন ও কুর্দি সেনারা।
সূত্র : ডেইলি সাবাহ

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments