বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeআন্তর্জাতিক১৪৯ যাত্রী ও ৮ ক্রুসহ ইথিওপিয়ান বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

১৪৯ যাত্রী ও ৮ ক্রুসহ ইথিওপিয়ান বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

কাগজ ডেস্ক: ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজের সব আরোহী মারা গেছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আরোহীরা ৩৩টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক ছিলেন বলে জানান তারা। বিবিসি জানায়, রোববার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সেটিতে মোট ১৪৯ যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ফ্লাইট ইটি৩০২ কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল।

উড্ডয়নের মাত্র ছয় মিনিট পর স্থানীয় সময় সকাল ০৮:৪৪ মিনিটে আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণপূর্বে বিশফটুশহরের কাছে বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সেটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে একটি টুইট করেছেন বলে জানিয়েছে বিবিসি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments