বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeআন্তর্জাতিকইরানের বিপক্ষে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি সৌদি আরবের

ইরানের বিপক্ষে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি সৌদি আরবের

সদরুল আইন: ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের দুটি তেল স্থাপনায় ড্রোন হামলায় ইরান যুক্ত থাকায় এ হুঁশিয়ারি দেন তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা যুদ্ধ এড়িয়ে যেতে চাই। কিন্তু একই সময় ইরানকে এ আভাস দিচ্ছে যে, আপনাদের অব্যাহত এই আচরণ চলতে দেওয়া হবে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। সৌদি আরবেরও ধারণা,উপসাগরীয় চিরবৈরী দেশ ইরানই এই হামলা করেছে। কাজেই তদন্ত শেষ হলে সামরিকভাবে এ হামলার জবাব দেওয়ার কথা ভাবছে রিয়াদ।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, আমরা আন্তর্জাতিক সমর্থন জড়ো করতে চাই। আমরা সব বিকল্পের কথাই ভাবছি- কূটনৈতিক বিকল্প, অর্থনৈতিক বিকল্প এবং সামরিক বিকল্প; তখন সিদ্ধান্ত নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments