শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeআন্তর্জাতিকরোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে সু চি’র প্রতি মোদির আহ্বান

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে সু চি’র প্রতি মোদির আহ্বান

বাংলাদেশ ডেস্ক: রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার থাইল্যান্ডের ব্যাংককে আশিয়ান সম্মেলনের ফাঁকে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’র সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত ফিরিয়ে নিতে নিরাপদ ও টেকসই পন্থা অবলম্বন করার আহ্বানও জানান। মোদি বলেন, রোহিঙ্গা সমস্যা ভারত, মিয়ানমার ও বাংলাদেশের সমস্যা।

ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়েছে।
ওই খবরে বলা হয়, রাখাইনে ভারতের চলমান প্রকল্প সম্পর্কে দুই নেতার মধ্যে কথা হয় বৈঠকে। প্রথম প্রকল্পের আওতায় রাখাইনে ইতিমধ্যে ২৫০টি অস্থায়ী ঘর মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে ভারত।
মোদি জানান, রাখাইনে আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজন হলে আরও প্রকল্প হাতে নেবে ভারত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments