বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeআন্তর্জাতিকআত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠল হোটেল, নিহত ৭

আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠল হোটেল, নিহত ৭

বাংলাদেশ ডেস্ক: সোমালিয়ার মুদুক অঞ্চলের গালকাইয়ো শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত সাত জন নিহত ও বহু লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শনিবার গালকাইয়োর একটি হোটেলের সামনে রাখা একটি গাড়ির বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মেজর আলি উমর নামের এক এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানায়, হোটেলের প্রাঙ্গণে ঢুকতে যাচ্ছিল গাড়িটি। এসময় তাকে বাধা দেয় হোটেলটির নিরাপত্তা রক্ষীরা। ব্যর্থ হয়ে বাইরে পার্ক করে রাখা একটি সামরিক পিকআপে সজোরে ধাক্কা দেয় সেই গাড়ি। আর সঙ্গেসঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে সেই গাড়িচালকসহ সাতজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিস্ফোরণের আওয়াজে ওই হোটেলসহ এলাকাটিই কেঁপে ওঠে।

মেজর আলি উমর আরো বলেন, ওই গাড়িচালক কোনো সন্ত্রাসী সংগঠনের আত্মঘাতী সদস্য। নিহত সাতজনের অধিকংশই বেসামরিক লোক। এ ঘটনায় সামরিক বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছি।

গালকাইয়ো হাসপাতালের এক চিকিৎসক জানান, বিস্ফোরণে আহত ৩০ জনেরও বেশি লোককে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আল শাবাব এ হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি আল শাবাব বা অন্য কেউ।

প্রসঙ্গত সোমালিয়ার ক্ষমতা দখল করে দেশটিতে কট্টর শরিয়া আইন চালু করতে চায় আল শাবাব। মুদুক অঞ্চলের কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সংগঠনটি। তবে গালকাইয়ো এলাকা নিয়ন্ত্রণে নিতে পারেনি সংগঠনটি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments