শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআন্তর্জাতিকতুরস্কে বাংলাদেশিসহ অভিবাসী বোঝাই নৌকা ডুবে নিহত ৭

তুরস্কে বাংলাদেশিসহ অভিবাসী বোঝাই নৌকা ডুবে নিহত ৭

বাংলাদেশ ডেস্ক: তুরস্কে অবৈধ অভিবাসী বোঝাই একটি নৌকাডুবিতে অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতরা পাকিস্তান, বাংলাদেশি এবং আফগানিস্তানের নাগরিক বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত তিনটায় পূর্ব তুরস্কের ইরান সীমান্তবর্তী লেক ভ্যানে এই নৌকাডুবির ঘটনা ঘটে। তুরস্ক হয়ে ইউরোপের মূল অংশ যেতে এই রুটটি ব্যবহার করে থাকে মানবপাচারকারীরা।

বিতলিসের গভর্নর কার্যালয় এক বিবৃতিতে জানায়, অভিবাসী বোঝাই নৌকাটি লেক ভানের উত্তর তীরে আদিলসেভাজ জেলার দিকে যেতে উল্টে যায়।

পাঁচজন ব্যক্তিকে লেক থেকে মৃত উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হয় আরও ৬৪ জন। এর মধ্যে হাসপাতালে দুজন মারা যায়। উদ্ধারকৃতদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।

নৌকাতে ঠিক কত জন যাত্রী ছিল, তা এখনও স্পষ্ট নয়। পরিচয় শনাক্ত করা না গেলেও নিহতেরা পাকিস্তান, বাংলাদেশি ও আফগানিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments