মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeআন্তর্জাতিকচীনে করোনাভাইরাসে প্রতি ২৩ মিনিটে ১ জনের মৃত্যু

চীনে করোনাভাইরাসে প্রতি ২৩ মিনিটে ১ জনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক : চীনের ভয়াবহ করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে গেছে।

এদিকে, গত সোমবার একদিনেই মারা গেছেন ৬৪ জন। সে হিসেবে প্রতি ২৩ মিনিটে ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে।

চীনে প্রতিদিনই নতুন করে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। দিন-রাতের পরিশ্রমে রোগীদের সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির চিকিৎসকরা।

উহান স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জিং বলেন, উহান ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের ভেতর দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আমি নিজেকে নিয়ে ভাবছি না। যা করছি তা আমার দায়িত্ব।

ইতোমধ্যে জাপান, থাইল্যান্ড, ভারতসহ বিশ্বের ২৪টি দেশে আক্রান্ত হয়েছেন দেড়শ’ জনের বেশি মানুষ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments