বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeআন্তর্জাতিকট্রাম্পের ভারত সফরে রণক্ষেত্র দিল্লি, পুলিশ নিহত

ট্রাম্পের ভারত সফরে রণক্ষেত্র দিল্লি, পুলিশ নিহত

বাংলাদেশ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে পৌঁছেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভারতে পৌঁছার পরই তিনি আহমেদাবাদে যান।

ট্রাম্প যখন আহমেদাবাদে অবস্থান করছেন তখন দিল্লিতে নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

দেশটির রাজধানীর উত্তর-পূর্বে জাফরাবাদের মৌজপুর এবং ভজনপুরা এলাকায় বিক্ষোভ চলাকালীন সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্ঘর্ষ বাঁধে।

তাতে রতনলাল নামের এক হেড কনস্টেবলের মৃত্যু হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গেছে, পিস্তল হাতে এক বিক্ষোভকারী পুলিশের দিকে এগিয়ে যাচ্ছে। তবে গুলিবিদ্ধ হয়েই ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে কি-না তা এখনো স্পষ্ট নয়।

তবে বিক্ষোভকারীদের সঙ্গে সঙ্ঘর্ষে একাধিক পুলিশকর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments