শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআন্তর্জাতিকনীরব মোদি, অথচ পাকিস্তানে সংখ্যালঘুদের পাশে ইমরান

নীরব মোদি, অথচ পাকিস্তানে সংখ্যালঘুদের পাশে ইমরান

বাংলাদেশ ডেস্ক: নাগরিকত্ব আইন নিয়ে সহিংসতার আগুনে পুড়ছে দিল্লি। গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভে উগ্রবাদীদের হামলায় প্রায় ৩৭ জনের নিহতের খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এদিকে সহিংসতা থামাতে বিজেপি সরকার ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সহিংসতা শুরু হওয়ার পারয় ৩৯ ঘণ্টা পর সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন।

এদিকে সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ভারতের দিল্লিতে মুসলিমদের উপর হামলার জেরে পাকিস্তানে কোন সংখ্যালঘু বা তাদের উপাসনালয়ে হামলা হলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘আমি আমাদের নাগরিকদের সতর্ক করে দিতে চাই যে, আমাদের সংখ্যালঘু নাগরিক বা তাদের উপাসনালয়ের উপর যে কোন হামলাচেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে। আমাদের সংখ্যালঘুরা অন্যদের মতোই সমান অধিকার নিয়ে এখানে বসবাস করে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments