বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeআন্তর্জাতিককরোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

বাংলাদেশ ডেস্ক: করোনাভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার্স জানিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৬০ হাজার ১৪৭জন মানুষ।

শনিবার বিকাল সাড়ে ৪টায় ওয়ার্ল্ডওমিটার্স ওয়েবসাইটে দেখা যায়, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৬১ জন মৃত্যুবরণ করেছেন। আর স্পেনে গত ২৪ ঘণ্টা ৫ হাজার ৫৩৭জন মানুষ মৃত্যুবরণ করেছেন।

ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেইপ্রদেশের উহান শহরে এ ভাইরাসটি প্রথমে দেখা যায়। পরে ভাইরাসটি মহামারী আকারে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

বর্তমানে এ ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমিত দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবার ওপরে রয়েছে। আর মৃত্যুর দিক দিয়ে ইতালি এগিয়ে রয়েছে। এর পরেই অবস্থান স্পেনের। এদিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রই এখন সবার ওপরে। দেশটিতে দুই লাখ ৭৭ হাজার ১৬১ জনের দেহে কোভিড-১৯ ধরা পড়েছে। মৃতের সংখ্যা পৌঁছেছে ৭ হাজার ৩৯২ জনে।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি এখনও ইতালিতে। শুক্রবার পর্যন্ত পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ৮২৭ জন, আর প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৬৮১ জন।

করোনাভাইরাস সংক্রমণে স্পেনে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১১ হাজার ৭৪৪ জনে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments