শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeআন্তর্জাতিকএবার পুরো জাপানে জরুরি অবস্থা জারি

এবার পুরো জাপানে জরুরি অবস্থা জারি

বাংলাদেশ ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতি বেগতিক হওয়ার এবার পুরো জাপানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুরো দেশে জরুরি অবস্থা জারি ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। আগামী ৬ মে পর্যন্ত দেশজুড়ে জরুরি অবস্থা বলবৎ থাকবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সে দেশে প্রায় সাড়ে ৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১৭৮ জন।

এই পদক্ষেপের ফলে জাপানের আঞ্চলিক সরকারগুলো মানুষকে ঘরে থাকার আর্জি জানাতে পারবে। তবে জরুরি অবস্থা ভঙ্গকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে সরকার।

এর আগে, প্রাথমিকভাবে রাজধানী টোকিওসহ জাপানের সর্বাধিক করোনা আক্রান্ত মোট সাতটি অঞ্চলে এক মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

প্রসঙ্গত, গত জানুয়ারির মাঝামাঝি জাপানে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেলেও এখন পর্যন্ত সংক্রমণ তুলনামূলকভাবে কম ছড়িয়েছে।

একটি সমীক্ষায় দেখা গেছে যে ৭৫ ভাগ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা করতে দেরি করে ফেলেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments