বাংলাদেশ ডেস্ক: করোনা ভাইরাস মোকাবিলায় ভারত দক্ষিণ এশিয়ার চারটি দেশে- বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানে সেনা পাঠাচ্ছে এ খবরে দেশে দেশে প্রতিক্রিয়া হয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত ভারতীয় বার্তা সংস্থার বরাতে খবর বেরিয়েছিল মহামারী বিরোধী যুদ্ধে সহায়তা দানের ভারতীয় নীতির অংশ হিসেবে এসব দেশে সেনা বাহিনীর টিম পাঠানোর প্রস্তুতি চলছে। ভুটান বাদে বাকি দেশগুলো প্রায় একইসুরে বলেছে, তাদের সেনা বাহিনীই যথেষ্ট। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আমরা অন্য কোনো দেশের সেনা বাহিনী চাই না। আমাদের সেনা বাহিনীই যথেষ্ট করোনা মোকাবিলায়। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। তাছাড়া ভারত আমাদের এ বিষয়ে সরকারিভাবে কিছু জানায়ওনি।আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জাভিদ ফয়সাল বলেছেন, সেনা মোতায়েন চেয়ে তার দেশ ভারতের কাছে কোনো অনুরোধ জানায়নি। ভারতও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।
শ্রীলঙ্কা বলেছে, করোনার ভয়াবহতা থামাতে বিদেশি সেনার সহযোগিতা নেয়ার কোন পরিকল্পনা তাদের নেই। প্রতিরক্ষা সচিব গুনারত্নে এক সংবাদ সম্মেলনে বলেছেন, শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী কোভিড-১৯ এর সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। শ্রীলঙ্কার সেনা বাহিনী ইতিমধ্যে পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে।