মঙ্গলবার, মে ৭, ২০২৪
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৫০২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৫০২ জনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক: লকডাউন শিথিলের পথে হাঁটলেও যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যু কমছে না। ২৪ ঘণ্টার হিসেবে দেশটিতে প্রাণহানি আরও বেড়েছে। আর মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার!

করোনা নিয়ে যুক্তরাষ্ট্রের সবশেষ আপডেটে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২,৫০২ জনের। যা আগের দিনের চেয়ে ২৯৫ জন বেশি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ মৃতের সংখ্যা ছিল ২,২০৭ জন। এর আগের দিন ছিল ১,৩৩০ জন।

মৃতের তালিকায় আগে থেকেই শীর্ষে থাকা দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০,৮৫৩ জন! আক্রান্তের তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। ১০ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছুঁই ছুঁই।

মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই ইতালি, ২৭ হাজার ৬০০। আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি, ২ লাখ ছাড়িয়েছে।

এদিকে, ২৬ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে স্পেনকে টপকে মৃতের তালিকায় তিন নম্বরে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার।

মৃত্যুতে স্পেনের বর্তমান অবস্থান চতুর্থ, ২৪ হাজার ২০০ ছাড়িয়েছে। তবে আক্রান্তে দ্বিতীয়স্থানেই আছে দেশটি, ৩ লাখ ৩৬ হাজার। মৃত্যুতে পঞ্চমস্থানে ফ্রান্স, ২৪ হাজার।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ১ হাজার ৭৯ জন।

বুধবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৭,১০৩ জন। মৃত্রু ১৬৩ জনের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments