শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeআন্তর্জাতিকভারতে করোনা আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

ভারতে করোনা আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

বাংলাদেশ ডেস্ক: ভারতে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বুধবার রাতে ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ১৭৭১ জন।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দুর লাইভ আপডেট থেকে জানা যায়,আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৬৯ জনে।

চার মাস আগে দেশটির কেরালা রাজ্যে প্রথম আক্রান্ত শনাক্ত হয়েছিল। রাজ্যটিতে করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। বর্তমানে অধিকাংশ রোগী মহারাষ্ট্রের বাসিন্দা।

গত তিনদিনের ব্যবধানে দেশটিতে প্রায় ১০ হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি। যার অধিকাংশই মুম্বাই শহরের বাসিন্দা, সেখানে করোনা আক্রান্ত ছাড়িয়ে গেছে ১০ হাজার।

করোনা আক্রান্তের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে গুজরাট, রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২০০ এর বেশি, তারপরেই রয়েছে রাজধানী দিল্লি, সেখানে আক্রান্ত ৫ হাজার জন। দিল্লির পরেই রয়েছে তামিলনাড়ু, যেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার পেরিয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে কভিড-১৯ রোগটি ছড়িয়ে পড়ে। জানুয়ারিতে ভারতে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। ৩০ জানুয়ারি কেরালায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন উহান বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

মার্চে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে ২৫ মার্চ কেন্দ্রীয় সরকার পুরো দেশে লকডাউন জারি করে। তবে এর আগেই একের পর এক রাজ্য লকডাউনের ঘোষণা করে।

দুই ধাপে লকডাউন বাড়ানো হয়, প্রথমবার ১৪ এপ্রিল, এবং পরেরবার ৩ মে। বর্তমান লকডাউনের মেয়াদ ১৭ মে পর্যন্ত। যদিও কিছু ক্ষেত্র লকডাউন শিথিল করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments