বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeআন্তর্জাতিকভারতে করোনা আক্রান্ত ৬০ হাজার, মৃত্যু ২ হাজার

ভারতে করোনা আক্রান্ত ৬০ হাজার, মৃত্যু ২ হাজার

বাংলাদেশ ডেস্ক: শিথিল লকডাউনের মধ্যে ভারতে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার। মৃত্যু দুই হাজার ছুঁই ছুঁই।

দ্য হিন্দুর আজ শনিবার সকালের আপডেট অনুযায়ী, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৫৯ হাজার ৪৭৯ জনের। মারা গেছেন ১ হাজার ৯৭৬ জন।

এদিকে তিন দফায় ৪৪ দিন ধরে দেশজুড়ে লাগাতার লকডাউনের পর অনেকটা হতাশার কথাই শোনাল ভারতের কেন্দ্রীয় সরকার। তাদের কথায়, ভাইরাস নিয়েই বাঁচতে শিখতে হবে।

তৃতীয় দফায় লকডাউন চলাকালীন শুক্রবার এমনটাই বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব লব আগারওয়াল। তৃতীয় দফা শেষ হলে লকডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

আগারওয়াল বলেন, ‘আমরা যখন ভাইরাস নিয়েই বাঁচতে শেখার কথা বলছি, সেখানে কিছু গাইডলাইন বা নির্দেশিকা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘কীভাবে আমরা নিজেদের প্রাণঘাতী ভাইরাসের হাত থেকে রক্ষা করব, সে নির্দেশিকা থাকবে। আচরণগত পরিবর্তনের সঙ্গে আমাদের অভ্যস্ত হয়ে উঠতে হবে।’

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৯ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে; মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments