বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeআন্তর্জাতিকভারতে করোনা আক্রান্ত ৭০ হাজার ছাড়াল, মৃত্যু ২২৯৫

ভারতে করোনা আক্রান্ত ৭০ হাজার ছাড়াল, মৃত্যু ২২৯৫

বাংলাদেশ ডেস্ক: ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত শনাক্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু প্রায় ২৩শ’ ছুঁই ছুঁই।

দ্য হিন্দুর আজ মঙ্গলবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে ৭০ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ হাজার ২৯৫ জন।

এদিকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এখনই লকডাউন থেকে পুরোপুরি বেরিয়ে আসা সম্ভব হবে না।

কিছু কিছু অঞ্চলে ১৭ মে’র পরেও লকডাউন বলবৎ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এই সময় জানিয়েছে, গত দু’দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এভাবে চলতে থাকলে মোট আক্রান্তের সংখ্যা আগামী সাত দিনের মধ্যে এক লাখ ছাড়িয়ে যেতে পারে এমনই পূর্বাভাস দিয়েছেন পরিসংখ্যান বিশেষজ্ঞরা।

আর তাদের এই আশঙ্কা সত্যি প্রমাণিত হলে আগামী দিনে ভারতের সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামোর ওপরে প্রবল চাপ পড়তে পারে।

ভারতের মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু এবং দিল্লিসহ পাঁচটি রাজ্যে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গেও।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ছুঁই ছুঁই। আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪১ লাখ ৭৫ হাজার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments