শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeআন্তর্জাতিকসৌদি আরবে গোলাগুলিতে নিহত ৬

সৌদি আরবে গোলাগুলিতে নিহত ৬

বাংলাদেশ ডেস্ক: সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এক গোলাগুলির ঘটনায় ছয় জন নিহত হয়েছেন বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।

দুটি পরিবারের মধ্যে ঝগড়ার জেরে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদ প্রতিবেদনগুলোর বরাত দিয়ে জানিয়েছে ডন।

পুলিশের মুখপাত্র লে. কর্নেল জায়েদ আর দাব্বাশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবারের এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

সৌদি প্রেস এজেন্সির দেওয়া উদ্ধৃতিতে দাব্বাশ বলেছেন, হতাহতরা সবাই সৌদি নাগরিক।

পুলিশ গোলাগুলিতে ব্যবহৃত অস্ত্রগুলো জব্দ করেছে এবং কৌঁসুলিরা ঘটনাটির তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি।

সৌদি আরবে নির্বিচার গুলির ঘটনা বিরল। গোলাগুলির এ ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনো ধরনের সম্পর্ক থাকার কোনো ইঙ্গিত দেনটি এ পুলিশ কর্মকর্তা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দ্বন্দ্বরত দুটি পরিবার গোলাগুলির এ ঘটনায় জড়িত ছিল। তবে কী নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে তা পরিষ্কার হয়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments