মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeআন্তর্জাতিককরোনায় একদিনে আক্রান্তের সব রেকর্ড ছাড়িয়ে গেল ভারত

করোনায় একদিনে আক্রান্তের সব রেকর্ড ছাড়িয়ে গেল ভারত

বাংলাদেশ ডেস্ক : ভারতে করোনা ভাইরাসে একদিনে দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও আক্রান্ত বেড়ে ৮ হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮ হাজার ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এক বুলেটিনে জানায়, এই সময়ে মারা গেছে ১৯৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল আড়াইশ’র বেশি।

গত এক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। দুদিন ধরে দৈনিক আক্রান্ত ৭ হাজারের ঘরে থাকার পর প্রথমবার ৮ হাজার ছাড়াল। আক্রান্তের সংখ্যায় নবম স্থানে থাকা ভারতে মোট কোভিড-১৯ রোগী ১ লাখ ৮২ হাজার ১৪৩ জন। মৃত্যু ছাড়িয়েছে ৫ হাজার। দেশটিতে করোনায় মোট ৫ হাজার ১৮৫ জন মারা গেছেন।
এ পর্যন্ত ৮৬ হাজার ৯৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসা নিচ্ছেন ৮৯ হাজার ৯৭৪ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৪৭.৭৫ শতাংশ।

ভারতে সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়েছে মহারাষ্ট্রের। সেখানে ৬৫ হাজার ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ হাজার ১৯৭ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments