শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeআন্তর্জাতিককরোনা সম্পর্কে এখনো অনেক কিছু অজানা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা সম্পর্কে এখনো অনেক কিছু অজানা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশ ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ সম্পর্কে এখনো অনেক কিছু জানার আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার অনলাইনে ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান ড. তেদ্রোস আধানম গেব্রিয়াসুস এমন মন্তব্য করেন বলে জানিয়েছে ইউএন নিউজ।

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘নতুন একটি ভাইরাসের মানে হচ্ছে আমরা যতদূর সম্ভব শিখছি। করোনার ব্যাপারেও আমরা বহু কিছু জেনেছি। তবে এখনো এ ব্যাপারে অনেক কিছুই আমাদের জানা নেই।’

তিনি বলেন, ‘নতুন একটি ভাইরাসকে রিয়েল টাইমে আয়ত্ত করা সহজ নয়। তবে আমরা বিশ্বাস করি, এটা বিশ্ববাসীর প্রতি আমাদের দায়িত্বের অংশ।’

তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম থেকেই আমরা বলে আসছি উপসর্গবিহীন ব্যক্তিরাও করোনা সংক্রমণ ঘটাতে পারে। তবে এর মাত্রা প্রতিষ্ঠার জন্য আমাদের আরও গবেষণা প্রয়োজন।’

‘এখন পর্যন্ত আমরা যা জানি তা হচ্ছে, উপসর্গ বা লক্ষণযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা, বিচ্ছিন্নকরণ ও পরীক্ষা করা এবং তাদের সঙ্গে সম্পর্কিতদের খোঁজ করে তাদেরও আইসোলেশনে রাখা, এগুলোই সংক্রমণ বন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়’ যোগ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments