শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeআন্তর্জাতিকফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে ৫৩, নিখোঁজ অনেকে

ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে ৫৩, নিখোঁজ অনেকে

বাংলাদেশ প্রতিবেদক: ফিলিপিন্সে শক্তিশালী টাইফুন ভ্যামকোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ আছে অনেকে। ভ্যামকোর আঘাতে পানিবন্দি হয়ে পড়েছে রাজধানী ম্যানিলাসহ আশপাশের কয়েক লাখ মানুষ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই কাদামাটি পরিস্কারে কাজ শুরু করে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার অধিবাসীরা। শক্তিশালী টাইফুন ভ্যামকোর আঘাতে ভূমিধস হওয়ায় রাজধানীর নিচু এলাকাগুলো কাদামাটিতে তলিয়ে যায়। এতে বিপাকে পড়েন স্থানীয়রা।

‘সারা রাত বৃষ্টি হয়েছে। একপর্যায়ে আমাদের ঘরে পানি ঢুকে যায়। আমরা উপায় না পেয়ে ছাদে অবস্থান নেই।’

‘ভয়াবহ একটা রাত পার করেছি। এমন অবস্থা আগে কখনো হয় নি। গৃহপালিত প্রাণীগুলো নিয়েই ছাদে উঠেছিলাম। কিন্তু আমাদের খাওয়ার কিছু ছিল না।’

ভ্যামকোর আঘাতে ম্যানিলাসহ আশপাশের অঞ্চলগুলো এখনও পানিতে তলিয়ে আছে। আকস্মিক বন্যা দেখা দেয়ায় পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কয়েক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হলেও এখনও নিখোঁজ আছে অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারীদল।

‘পানি কমার কোনো লক্ষণ দেখছি না। অনেক জায়গায় মানুষের থেকেও পানির উচ্চতা অনেক বেশি। এখনও অনেকে ঘরে আটকা পড়ে আছে।’

টাইফুনের কারণে লুজন দ্বীপসহ এখনো প্রায় ৪০ লাখ মানুষ বিদ্যুৎহীন বসবাস করছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী তিনদিন অনলাইন সব ক্লাস বাতিল করেছে কর্তৃপক্ষ। এর আগে স্থানীয় সময় বুধবার রাতে শক্তিশালী টাইফুন ভ্যামকো আঘাত হানে ফিলিপিন্সের লুজন দ্বীপে। টাইফুনটি শনিবার ভিয়েতনামে আঘাত হানার কথা রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments