বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeআন্তর্জাতিক‘খেলা হবে’ স্লোগান পশ্চিমবঙ্গ ছেড়ে এখন আসামে!

‘খেলা হবে’ স্লোগান পশ্চিমবঙ্গ ছেড়ে এখন আসামে!

বাংলাদেশ প্রতিবেদক: খেলা হবে স্লোগানে মেতেছে ভারত। পশ্চিমবঙ্গে এরইমধ্যে ভাইরাল স্লোগানটি। শনিবার (২৬ মার্চ) শুরু হওয়া বিধানসভার প্রথমদফার ভোটেও তৃণমূল কংগ্রেসের স্লোগানটি প্রভাব ফেলবে বলেই মনে করছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

এদিকে, পশ্চিমবঙ্গের পর এবার আসামের নির্বাচনেও স্লোগানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

কয়েক বছর আগে বাংলাদেশের নারায়ণগঞ্জ চার আসনের বর্তমান সাংসদ শামীম ওসমানের মুখেই প্রথম শোনা যায় খেলা হবে কথাটি। এরপর তা বেশ আলোচিত হয় বাংলাদেশে।

এবার সেই খেলা হবে’তে মেতেছে ভারত। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস খেলা হবে কে নিজেদের নির্বাচনী স্লোগান বানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সব প্রার্থী এমনকি তারকারাও একই শ্লোগানে মেতেছেন। স্লোগানটি বেশ প্রভাব ফেলেছে সাধারণ নাগরিকদের মধ্যেও।

বাদ যায় নি বিজেপিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা যারাই পশ্চিমবঙ্গে এসেছেন তাদের মুখেও শোনা গেছে খেলা হবে- তবে তারা তা বলেছেন ব্যঙ্গাত্মকভাবে।

শুধু পশ্চিমবঙ্গ নয় এবার আসামের বিধানসভা নির্বাচনেও তুমুল জনপ্রিয় স্লোগান খেলা হবে। প্রত্যেক দলই নিজেদের প্রচারণায় ব্যবহার করছে স্লোগানটি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments