শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআন্তর্জাতিকগাজায় এত মৃত্যু দেখে চুপ থাকতে পারল না রাশিয়া

গাজায় এত মৃত্যু দেখে চুপ থাকতে পারল না রাশিয়া

বাংলাদেশ ডেস্ক: চলমান ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতা গাজায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। তবে এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো মুখ খোলেননি।

সোমবার (১৭ মে) দেশটির মুখপাত্র ডিমিত্রি পেসকোভ বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এত হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যে কোনো মূলেই এ সহিংসতা বন্ধে ব্যবস্থা নেয়া জরুরি।

এ সময় তিনি আন্তর্জাতিক মিডিয়া ভবনে হামলার ঘটনা তুলে ধরে বলেন, ইসরায়েল-ফিলিস্তিনের এই সংঘাত রাশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্যও হুমকি। কারণ এ অঞ্চলে ধর্মীয় দ্বন্দ্ব প্রকট। তাছাড়া পারস্পরিক আস্থার অভাব ও নিরাপত্তা ব্যবস্থায় শক্তিশালী না। কাজেই এ ধরনের সংঘাত কখনোই হতে দেয়া উচিত না।

গত ১০ মে থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ব্যাপক আকার ধারণ করে। ইসরায়েলের আদালত পূর্ব জেরুজালেমের শেখ জারাহর বাসিন্দাদের উচ্ছেদের আদেশ দেয়ার পর এ সংঘাতের শুরু হয়।

ফিলিস্তিনে থামছেই না ইসরাইলের বোমা বর্ষণ। বাদ যায়নি আবাসিক ভবনও। এখন পর্যন্ত ৫৮ শিশুসহ অন্তত ২০০ জন নিহত হয়েছেন। জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় সর্বশক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। এদিকে, ফিলিস্তিনের শিশুদের নির্বিচারে হত্যার পরও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে সমর্থন করায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments