শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআন্তর্জাতিককরোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৪২০ চিকিৎসকের মৃত্যু

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৪২০ চিকিৎসকের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক: ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ৪২০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অন্তত ১০০ জন রাজধানী নয়াদিল্লির।

শনিবার (২২ মে) ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বরাতে এনডিটিভি এমন খবর দিয়েছে।

বিহারে এখন পর্যন্ত ৯৬ চিকিৎসক আর উত্তরপ্রদেশের মারা গেছেন ৪১ জন। সোমবার করোনায় আইএমএ’র সাবেক প্রধান ডা. কে কে আগারওয়ালও মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি টিকার দুটি ডোজই নিয়েছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার মৃত্যুর সঙ্গে দীর্ঘ সময় লড়ে পরলোকগমন করেছেন।

ভারতে এই মহামারির প্রথম ঢেউয়ে ৭৪৮ চিকিৎসকের মৃত্যু হয়েছে। কিন্তু প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউ আরও বেশি প্রাণঘাতী রূপ নিয়েছে।

আইএমএ’র সভাপতি ডা. জেএ জয়ালাল বলেন, এবারে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া চিকিৎসাকর্মীরাও ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments