বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeআন্তর্জাতিকসেনাদের আত্মসমর্পণ, কুন্দুজ বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিল তালেবান

সেনাদের আত্মসমর্পণ, কুন্দুজ বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিল তালেবান

বাংলাদেশ ডেস্ক: তালেবান আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের রাজধানীর দখল নিয়েছিল আগেই। কিন্তু এতদিন বিমানবন্দরের দখল নিতে পারছিল না সশস্ত্র গোষ্ঠীটি। এবার প্রদেশটির বিমানবন্দরের দখলও চলে গেল তালেবানের হাতে।

বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, তালেবান কুন্দুজ প্রদেশের বিমানবন্দর দখলে নিয়েছে। এ সময় আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা তালেবানের হাতে আত্মসমর্পণ করেছেন।

কুন্দুজের প্রাদেশিক কাউন্সিলের সদস্য আমরুদ্দিন ওয়ালি বলেন, সেনা, পুলিশ এবং গণপ্রতিরোধ বাহিনীর সদস্যরা ‘সব ধরনের সামরিক সরঞ্জাম নিয়ে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন’।

গত রোববার কুন্দুজ প্রদেশ দখলে নেয় তালেবান। এরপর থেকে বিমানবন্দর এলাকা ছিল তালেবানের দখলের বাইরে। এবার বিমানবন্দরও সশস্ত্র গোষ্ঠীটির দখলে চলে গেল।
এদিকে গত শুক্রবারের পর থেকে আফগানিস্তানের ৩৪টির মধ্যে ৯টি প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments