বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeআন্তর্জাতিকনাইজারের স্কুলে অগ্নিকাণ্ডে ২৬ জনের প্রাণহানি

নাইজারের স্কুলে অগ্নিকাণ্ডে ২৬ জনের প্রাণহানি

বাংলাদেশ ডেস্ক: পশ্চিম আফ্রিকান দেশ নাইজারের দক্ষিণাঞ্চলে খড় ও কাঠ দিয়ে তৈরি একটি স্কুলে সোমবার অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিশু প্রাণ হারিয়েছে। এদের সকলের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। রাজধানী নিয়ামিতে একই ধরনের মর্মান্তিক ঘটনার সাত মাস পর এটি ঘটলো। খবর এএফপি’র।

মারাদি নগরীর মেয়র চাইবৌ আবুবকর বলেন, এ ঘটনায় ‘এখন পর্যন্ত আমরা ২৬ জনের মৃত্যু ও ১৩ জন আহত হওয়ার খবর পেয়েছি।’

বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম নাইজার খড় ও কাঠ দিয়ে শেড তৈরি করে স্কুল ভবনের ঘাটতি পূরণের চেষ্টা করে। শিশুরা অনেক সময় এসব শেডে মাটিতে বসে ক্লাস করে থাকে।

এসব প্রাণহারি ঘটনায় মঙ্গলবার থেকে মারাদি অঞ্চলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিলে নিয়ামি জেলার একটি স্কুলে অগ্নিকাণ্ডে ২০ শিশুর মৃত্যু ঘটে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments