শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআন্তর্জাতিকআবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

বাংলাদেশ ডেস্ক: উত্তর কোরিয়া আবারো একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ান কর্তৃপক্ষ এ ক্ষেপণাস্ত্র ছুড়ে অস্ত্রটির ক্ষমতা পরীক্ষা করে বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

এক সপ্তাহের কম সময়ের মধ্যে দু’বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর আগে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে উত্তর কোরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হাইপারসনিক (শব্দের চেয়ে বেশি বেগ সম্পন্ন) অস্ত্র পরীক্ষা করেছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়া কর্তৃক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে আমাদের সেনাবাহিনী। মঙ্গলবার তারা এ বিষয়টি শনাক্ত করেছে। এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পশ্চিম সাগরে পড়েছে।

জাপানের কোস্ট গার্ড জানিয়েছে যে তারাও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে। এ বিষয়ে জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

জাপান সরকারের বরাত দিয়ে দেশটির কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পশ্চিম সাগরে পড়েছে ওই ক্ষেপণাস্ত্রটি।

সূত্র : আল-জাজিরা

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments