বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাএলেঙ্গায় ফার্ণিচার কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

এলেঙ্গায় ফার্ণিচার কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় ফারুক স্টীল এন্ড অটবি ফার্ণিচার কারখানায় আগুনে সাড়ে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দুপুরে এলেঙ্গা পৌর ভবন সংলগ্ন বাজার সড়কের এ কারখানায় দুর্ঘটনাটি ঘটে।

ফারুক স্টীল এন্ড অটবি ফার্ণিচারের সত্ত্বাধিকারী মো. ফারুক হোসেন জানান, দুপুর দেড়টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিটারে আগুন লাগে।

শ্রমিকেরা নিচের দিকে তাকিয়ে কাজে ব্যস্ত থাকায় উপরে মিটারের আগুন খেয়াল করেনি। কয়েক মিনিটের মধ্যে পুরো ঘর ধোয়ায় ছেয়ে গেলে সবাই খেয়াল করে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আমার টিনের তিনটি কারখানা ঘর, স্টীল শিট ও অন্যান্য মালামালসহ যন্ত্রাংশ পুড়ে সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, আগুন লাগার ৪০ মিনিট পর এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন আসে।

এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মোস্তাফিজুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিটারে আগুন লাগে। খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে আমরা ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি, পরে আরো বিশ মিনিটে আগুন পুরোপুরি নিভানো শেষ হয়। দেরিতে যাওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, দেড়টায় খবর পেয়ে ১টা৩৬ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments