বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeআন্তর্জাতিক১৫ হাজার লাইনের কবিতায় রাসূলের জীবনী লিখলেন আসিয়া

১৫ হাজার লাইনের কবিতায় রাসূলের জীবনী লিখলেন আসিয়া

বাংলাদেশ ডেস্ক: ছন্দে ছন্দে রাসূল সা:-এর জীবনী লিখতে গিয়ে ১৫ হাজার লাইনের দীর্ঘ এক কবিতা রচনা করেছেন আসিয়া বেগম (৪৬) নামের এক ভারতীয় নারী।

রোববার কলকাতা থেকে প্রকাশিত প্রাচীন বাংলা পত্রিকা পুবের কলমের এক প্রতিবেদনে জানানো হয়, মাত্র তিন মাসে আসিয়া বেগম কবিতাটি লিখেছেন।

সুন্দরবনের জয়নগর থানার হাটপাড়া এলাকার মরহুম ইউনুস আলী গাজীর মেয়ে তিনি। তার স্বামীর নাম আশরাফ আলী।

এর আগে আসিয়া বেগম তার বাবা মরহুম ইউনুস আলী গাজী ও মা সাকিনা বেগমের স্মৃতিচারণে এক হাজার লাইনের কবিতা লিখেছেন।

গজল শিল্পী হিসেবে এলাকায় আসিয়ার বিশেষ খ্যাতি রয়েছে। বিভিন্ন সাহিত্যসভায় তিনি স্বরচিত কবিতা-গজল পাঠ করেন। বিভিন্ন পত্র-পত্রিকার সাহিত্য পাতায় লেখালেখি করেন ‘তাসনীম হাসান’ ছদ্মনামে।

ইসলামের সোনালী দিনের ইতিহাস ও গজল-কবিতা নিয়ে এ পর্যন্ত অন্তত ১৬টি বই রচনা করেছেন আসিয়া বেগম।

বর্তমানে তিনি নিজবাড়িতে কাজকর্মের পাশাপাশি সাহিত্যচর্চা করেন এবং শিশু ও নারীদের কুরআন শিক্ষা দেন।

সূত্র : পুবের কলম

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments