শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeআন্তর্জাতিকগ্রেফতার হতে পারেন শাহবাজ ও হামজা

গ্রেফতার হতে পারেন শাহবাজ ও হামজা

বাংলাদেশ ডেস্ক: এফআইএর আইনজীবী বলেন, চালানে উল্লেখমতে, অধিকতর তদন্তের জন্য তাদের গ্রেফতার করা প্রয়োজন।

অর্থ পাচার মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা দরকার কিনা, আদালতের এমন প্রশ্নের জবাবে আইনজীবী এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ ও মুখ্যমন্ত্রী শাহবাজ এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
শুনানি শুরু হওয়ার সময় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) আইনজীবী আমজাদ পারভেজ আদালতে বলেন যে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের নেতাদের ভুয়া মামলায় জড়ানো হয়েছে।

পারভেজ আরো বলেন, অভিযুক্ত ব্যক্তিকে একই মামলায় দুটি ভিন্ন আদালতে বিচার করা যায় না। তিনি আরেকটি অর্থ পাচার মামলা দায়ের করেছে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

তবে এফআইএর আইনজীবী আরো বলেন যে এফআইএ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার তাগিদ দিচ্ছে না। কারণ ইতোমধ্যেই চালান দাখিল করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments