শুক্রবার, মে ১৭, ২০২৪
Homeআন্তর্জাতিকলাফালাফি করায় উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু!

লাফালাফি করায় উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু!

বাংলাদেশ ডেস্ক: উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতুটি। ভারবহন ক্ষমতার বেশি লোকজন ওঠার কারণেই এটি ভেঙ্গে পড়ে বলে জানিয়েছেন মেক্সিকোর কিউয়েরনাভাকা শহরের মেয়র। বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ভারতীয় এক সংবাদমাধ্যম।

জানা যায়, সেতুতে উঠে প্রায় ১০ ফুট উঁচু থেকে আছড়ে নিচে পড়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে আটজনের হাড় ভেঙে যাওয়ায় আহত হয়েছেন মারাত্মকভাবে।

ঝুলন্ত সেতুটি উদ্বোধন করেন ওই শহরের মেয়র হোসে লুইস। উদ্বোধনের পর ব্যবহারের জন্য সেতুটি খুলে দেয়া হয়। মেয়র এবং তার স্ত্রীসহ ২০ জন সেই সেতুতে ওঠেন। সেতু পারাপার করতে গিয়েই সেটি ভেঙে পড়ে। উদ্বোধনের পরেই এমন ঘটনা ঘটায় চরম অস্বস্তিতে পড়ে স্থানীয় প্রশাসন।

মেয়র জানান, সেতুতে উঠেই কয়েকজন লাফালাফি শুরু করেন। সেতুর ভারবহন ক্ষমতার অতিরিক্ত লোক উঠে পড়ার কারণেই এমন বিপত্তি ঘটেছে বলেই দাবি করেন তিনি।

সূত্র : আনন্দবাজার

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments