মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeআন্তর্জাতিকশিব ভক্তদের ওপর পথকুকুরের হামলা, জখম অন্তত ৫০

শিব ভক্তদের ওপর পথকুকুরের হামলা, জখম অন্তত ৫০

বাংলাদেশ ডেস্ক: ভারতের বিহার রাজ্যের পাটনায় পথকুকুরের হামলায় জখম হয়েছেন অন্তত ৫০ জন শিব ভক্ত। তারাপুর-আসারগঞ্জ রোডে সোমবার সকালে এ হামলার শিকার হন এ কানোয়ারিয়ারা।

তারা শিবের মাথায় ঢালার জন্য পানি নিয়ে দেওঘর থেকে সুলতানগঞ্জের দিকে যাচ্ছিলেন।

তারাপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ড. বিএন সিং হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, খবর পেয়েই অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছিল। যাদের কুকুরে কামড়েছিল তাদের হাসপাতালে আনা হয়েছে।

সুপার জানিয়েছেন, আপাতত জখম ব্যক্তিদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তাদেরকে ইনজেকশন দেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা রাম অযোধ্যা সিং হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই ওই এলাকা দিয়ে গেলেই কুকুরে কামড়ে দিচ্ছে। স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না।

রাজপাতিয়া দেবী নামে এক দোকানী বলেন, ‘আমাদের এলাকায় প্রচুর কুকুর। মাঝেমধ্যে বাচ্চাদের উপর হামলা করে।’

এদিকে কানোয়ারিয়াদের যাওয়ার রাস্তায় এভাবে কুকুরের উৎপাতকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

তারাপুরের এসডিও জানিয়েছেন, কুকুর ধরার জন্য এলাকায় টিম গিয়েছে। আপাতত ভক্তদের ইনজেকশন দেয়া হয়েছে। স্বাস্থ্য শিবিরগুলোতেও এই ধরনের ইনজেকশন রাখা হচ্ছে।

সূত্র : হিন্দুস্থান টাইমস

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments