রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeআন্তর্জাতিকভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এরদোগানের আরো ২২ হাজার আবাসন নির্মাণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এরদোগানের আরো ২২ হাজার আবাসন নির্মাণ

বাংলাদেশ ডেস্ক: ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আরো ২২ হাজার ভবন নির্মাণের কাজ উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

শুক্রবার দেশটির হাতাই প্রদেশের ইস্কেন্ডারুন শহরে এ নির্মাণ কাজের উদ্বোধন পালন করেন তিনি। এ সময় সেখানে একটি সরকারি হাসপাতালেরও উদ্বোধন করা হয়।

এরদোগান বলেন, আমরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তম আবাসনের ব্যবস্থা করব। তাদের ছেড়ে যাব না।

তিনি আরো বলেন, ইতোপূর্বে বিভিন্ন শহরে ও গ্রামে ৫০ হাজার ঘরের ব্যবস্থা করা হয়েছে। এখন নতুন করে আরো ২২ হাজার ঘরের ব্যবস্থা করা হচ্ছে। দ্রুতই এ নির্মাণ কাজ সমাপ্ত করা হবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, এখন যে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে, সেগুলো ভূমিকম্প-সহনীয় হবে।

তিনি আরো বলেন, সবার আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলতে থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments