বাংলাদেশ প্রতিবেদক: রাশিয়ান ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্য নিয়োগ করা প্রায় ১০ হাজার বন্দী যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে।

বন্দীদের ইউক্রেনে ওয়াগনারের সাথে লড়াইয়ে যোগ দিতে রাজি করানোর জন্য প্রিগোজিন গত বছর রুশ কারাগারগুলো পরিদর্শন করেছিলেন। এ সময় তিনি তাদের বলেছেন, বেঁচে থাকলে তাদের ফিরে আসার পর প্রতিশ্রুত সাধারণ ক্ষমার সুযোগ পাবেন।

এই বন্দীদের ইউক্রেনে কামানের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়।

প্রিগোজিন মঙ্গলবার দিনের শেষ দিকে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘আমি ৫০ হাজার বন্দী নিয়েছিলাম, যার মধ্যে প্রায় ২০ শতাংশ নিহত হয়েছে।’

আরও পড়ুন  ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮
Previous articleপাঁচবিবিতে ৩ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন
Next articleনিষেধাজ্ঞায় সরকার ভীত ও চিন্তিত না: কৃষিমন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।