বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩
Homeআন্তর্জাতিকমার খেলেন সুইডেনে কোরআন পোড়ানো সেই সালওয়ান

মার খেলেন সুইডেনে কোরআন পোড়ানো সেই সালওয়ান

বাংলাদেশ ডেস্ক: সুইডেনের রাজধানী স্টকহোমের রাস্তায় মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানো সালওয়ান মোমিকা মারধরের শিকার হয়েছেন।

সোদারতালজে শহর, যেখানে সালওয়ান বসবাস করেন, সেখানেই মুষ্টিযুদ্ধের জন্য পরা গ্লাবসধারী এক ব্যক্তি তার ওপর এ আক্রমণ করেন।

সোমবারের এ আক্রমণের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায় গ্লাবসধারী ব্যক্তিটি সালওয়ানকে বার বার আঘাত করছিলেন আর তিনি তা প্রতিহত করার চেষ্টা করছিলেন। এ সময় সেই ‘বক্সার’ এবং সেখানে উপস্থিত কিছু ব্যক্তিকে হাসতেও দেখা যায়। তবে এক সময় সালওয়ান পাল্টা আক্রমণ করেন।

৩৭ বছর বয়সী সালওয়ান সাবাহ মাত্তি মোমিকা একজন ইরাকি শরণার্থী বলে জানা গেছে।

গত জুনে ঈদের সময় স্টকহোমের একটি মসজিদের বাইরে পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে কোরআন পোড়ান তিনি। বিষয়টি মুসলিম বিশ্বে বেশ সমালোচিত হয়েছিল। চাপে পড়েছিল সুইডিস সরকার।

সূত্র : ফ্রি প্রেস জার্নাল, দি ইসলামিক ইনফরমেশন

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments