বাংলাদেশ ডেস্ক: দীর্ঘ প্রচেষ্টার পর বড় ধরনের একটি সাফল্য পেয়েছে জমিয়তে ওলামায়ে হিন্দ। দলটির আইনি দলের ঐকান্তিক সহযোগিতায় দিল্লি জেলে বন্দী থাকা পাঁচজন মুসলিম যুবক বেখসুর খালাস পেয়েছেন।
বুধবার ইটিভি ভারতের উর্দু ভার্সনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগে ওই যুবকদের গ্রেফতার করা হয়েছিল।
খালাস পাওয়া পাঁচ যুবক হলেন- নাভিদ খান, জাভেদ খান, চাঁদ বাবু, আলিম সাইফি ও সাবির আলি। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। এরমধ্যে গুরুতর অভিযোগ ছিলো- বিনোদ কুমার নামে এক হিন্দু ব্যক্তিকে হত্যা করা।
এদিন শুনানি শেষে আদালত উপরোল্লিখিত পাঁচ মুসলিম যুবককে নির্দোষ ঘোষণা দিয়ে তাদেরকে বেখসুর খালাস প্রদান করেন।
আর জমিয়তের যে দলটি আইনি লড়াই করেছে, ওই দলের সদস্যরা হলেন- অ্যাডভোকেট আখতার শামিম, অ্যাডভোকেট আব্দুল গফফার খান ও অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল্লাহ। তাদের নেতৃত্বে ছিলেন অ্যাডভোকেট নিয়াজ আহমাদ ফারুকি। আইনি দলের তত্ত্বাবধান করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানি।
ভারতীয় মুসলিমদের অন্যতম প্রাচীন সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দ এখনো দিল্লি দাঙ্গা সংক্রান্ত আড়াই হাজারের বেশি মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ মাদানি আজ থেকে তিন বছর আগে ওই দাঙ্গার পরপরই অভিযুক্ত মুসলিমদের হয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন।
তখন মাওলানা মাদানি দাবি করেছিলেন- মুসলিমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের মামলায় জাড়ানো হয়েছে। দাঙ্গার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারই পরিপ্রেক্ষিতে মিথ্যা অভিযোগে আটকদের সুরক্ষায় একটি আইনি টিম গঠন করা হয়। তার পর থেকে জমিয়তের প্রচেষ্টায় এ পর্যন্ত অর্ধশতাধিক মুসলিম দাঙ্গা সংক্রান্ত মামলা থেকে বেখসুর খালাস পেয়েছেন।