বাংলাদেশ প্রতিবেদকঃ ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৫ অক্টোবর) দিবাগত গভীর রাত ২টার দিকে সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের ভবনে তার ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। রাত আড়াইটা নাগাদ এ তথ্য জানিয়েছেন তার স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা।
ঢাকায় বিএনপির ২ নেতার বাসায় অভিযান, বাবা-ছেলে গ্রেফতার
রাজধানীর মিরপুর থানা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আবদুল এবং তার ছেলে সেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহমান রনিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) রাতে শ্যামলীর বাসা থেকে তাদেরকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানান আবুল হোসেনের আরেক ছেলে আবদুল আল মামুন। তিনি জানান, তাদের বাড়ি মূলত মিরপুরে। শ্যামলীতে তারা ভাড়া থাকতেন। হঠাৎ পুলিশ এসে তার বাবা ও ভাইকে আটক করে নিয়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ৬ মামলার ওয়ারেন্ট আছে মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আবদুলের বিরুদ্ধে। সেসব ওয়ারেন্টেই তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে তার ছেলে আবদুর রহমান রনির বিরুদ্ধে কী মামলা আছে, সেটা জানাতে পারেননি ওসি।
সন্ধ্যায় আমিনুল হকের বাসায় পুলিশি অভিযান
এ ছাড়া সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ও রূপনগর থানা পুলিশ। বাড়ির কেয়ারটেকার হেলাল পাটোরারি জানান, সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালায় পুলিশ। আনুমানিক ৫০ জন পুলিশ সদস্য ছিলেন।
তিনি আরও জানান, বাসাটি আমিনুল হকের হলেও তিনি সেখানে থাকেন না। পুলিশ সাততলা বাড়িটির পুরোটা তল্লাশি করেছে। দুই ঘণ্টা তল্লাশি শেষে রাত ৯টার দিকে তারা চলে যান তবে কাউকে আটক করা হয়নি।
খুলনায় বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার
খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪) অক্টোবর) রাতে জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা বিভিন্ন মামলার আসামি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে
তারা হলেন- খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউর সরদার, জামিরা ইউনিয়ন যুব দলের সদস্য আব্দুল্লাহ খান, রূপসা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এস এম বোরহান উদ্দিন, ৪ নং টিএসবি ইউনিয়ন যুব দল নেতা মো. সাগর সরদার, বটিয়াঘাটা উপজেলা যুব দল নেতা শাহারিয়ার আলম বাপ্পী খান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আখতার শেখ, তেরখাদা উপজেলা বিএনপির সহ-সভাপতি লস্কর আবুল কালাম, উপজেলা যুব দলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির, ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আশরাফুল, খর্নিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাসেম মেম্বার, কয়রা উপজেলা যুব দলের আহ্বায়ক শরিফুল আলম ও দিঘলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ।
খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন জানান, মঙ্গলবার দিবাগত রাতে খুলনা জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশকে ঘিরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।