মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeআন্তর্জাতিকক্যান্সারের ওষুধ উৎপাদনে রসাটমের নতুন প্রযুক্তি

ক্যান্সারের ওষুধ উৎপাদনে রসাটমের নতুন প্রযুক্তি

স্বপন কুমার কুন্ডু: রুশ রাস্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের অধীনস্থ খলোপিন রেডিয়াম ইন্সটিটিউটের বিজ্ঞানীরা পরীক্ষামূলকভাবে একটি সর্বেন্ট সিন্থেসিস প্ল্যান্ট চালু করেছে। এই প্ল্যান্টে নতুন ধরণের গ্যালিয়াম-৬৮ জেনারেটর তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, গ্যালিয়াম-৬৮ ভিত্তিক রেডিও ফার্মাসিউটিক্যাল বিভিন্ন ক্যান্সার, যেমন নিউরোএন্ডোক্রাইন টিউমার, মায়োকার্ডিয়াল পার্ফিউশন এবং প্রোস্টেট ক্যান্সারের সঠিক ডায়াগনোসিসে ব্যবহৃত হয়। রসাটমের গণমাধ্রম প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

উন্নত সর্বেন্ট সিন্থেসিস প্রযুক্তি ভিত্তিক উৎপাদিত জেনারেটর গুলো বিশ্বমানের এবং এর মাধ্যমে রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদন অপেক্ষাকৃত সহজ ও সময় সাশ্রয়ী। রসাটম প্রকল্পে উৎপাদিত ফার্মাসিউটিক্যাল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে।

গ্যালিয়াম-৬৮ ভিত্তিক রেডিও ফার্মাসিউটিক্যাল ক্যান্সার নির্নয় ছাড়াও এর চিকিৎসায় ব্যবহারযোগ্য। ডাইনামিক ডিজিজ চিকিৎসায়ও এটি ব্যবহার করা যাবে। এই রেডিও নিউক্লিডগুলোর কন্ট্রাস্ট এবং রেজ্যুলশন বর্তমানে ব্যবহৃত আইসোটপগুলোর তুলনায় বেশি থাকার ফলে অংকোলজি ও ফিজিওলজি প্রক্রিয়াগুলো আরও স্পষ্টভাবে দেখা সম্ভব।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments